নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা মৎসজীবি দলের আহবায়ক এ্যাড. আনোয়ার প্রধান। বুধবার (৪ ডিসেম্বর)এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, আমরা রাজপথের একজন অকুতোভয় সৈনিককে হারিয়েছি। যিনি দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেছেন।
তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক আদর্শের সৈনিক। আমি জেলা মৎসজীবি দলের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাছি।
উল্লেখ্য, বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানী ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেরদৌস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি শহরের দেওভোগ নাগবাড়ি এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছে।