নারায়ণগঞ্জ বন্দরে তিতাস গ্যাস’র সার্ভিস লাইনের পাইপ লিকেজ হয়ে আকস্মিকভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৮ ডিসেস্বর) ভোরে নাসিক ২২নং ওয়ার্ডের রাজবাড়ী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গ্যাসের পাইপ থেকে অগ্নিকান্ড ঘটলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জানাগেছে,রবিবার ভোরে ২২নং ওয়ার্ডের রাজবাড়ী আবাসিক এলাকায় আকস্মিকভাবে ড্রেনের ভিতরে গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে বিকট শব্দে আগুন ধরে যায়। পার্শবর্তী রাজবাড়ী বাইতুল আমান জামে মসজিদের মোতয়াল্লী মোঃ ইকবাল হোসেন রতনের বাড়ী ও মোঃ জামান মিয়ার বাড়ী এবং রায়হান মিয়ার দোকানের সামনের সড়কে ড্রেনের স্লাপের ভিতর পাইপ লিকেজ হয়ে আগুন দেখতে পায়।
এসময় বিকট শব্দে সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ২২নং ওয়ার্ড কাউন্সিলর বন্দর ফায়ার সার্ভিসকে ফোন করলে দুটি টিম ঘটনাস্থলে পৌছায়। এলাকাবাসীর সহায়তায় ড্রেনের স্লাপ সড়িয়ে ১০মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।