৪৮তম মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম এবং সাধারণ সম্পাদক এটিএম কামাল এর নেতৃত্বে শান্তিপূর্ন বিজয় র্যালী নিয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন পূর্বে সকালে কালির বাজার অস্থায়ী দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির বর্নাঢ্য মিছিল শুরু হয়।
শান্তিপূর্ন ও সুশৃঙ্খল এই আয়োজনে সর্বাত্মক সহযোগীতা ও অংশগ্রহন করায় মহানগর বিএনপি’র নেতাকর্মী সহ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম এবং সাধারণ সম্পাদক এটিএম কামাল।