নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ্ নিজাম বলেন, সব কিছু সহ্য করা যায় কিন্তু আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে কেউ গুন্ডামি আর মাদক ব্যবসা করবে এটা সহ্য করবো না। যারা আওয়ামী লীগের ব্যানারে বা এমপি শামীম ওসমানের নাম ভাঙ্গিয়ে এলাকায় গুন্ডামি বা মাদক ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আমরা সবসময় ন্যায় ও সততার নেতাকে সম্মান করবো। তার পিছনে যদি একজন লোক থাকে তবুও তাকেই আমরা সম্মান করবো। আর খারাপ নেতাদের পিছনে যদি শত শত লোকও থাকে তারপরেও আমরা তাকে সম্মান করবো না। কারণ তার পিছনে যে লোক গুলো থাকবে সেগুলো তার ভয়ে থাকবে কেউ ভালোবেসে থাকবে না।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাইনবোর্ড শান্তিধারা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহ্ নিজাম আরও বলেন, এলাকার উন্নয়ন এটা কোনো ফ্যাক্ট না এমপি সাহেব যেভাবে কাজ করছে আগামী এক বছরে এই এলাকার কোনো রাস্তাঘাট পাওয়া যাবে না কাজ করার জন্য, কারণ সবগুলো রাস্তা-ঘাট কাজ হয়ে যাবে। তবে এত উন্নয়ন করে কি হবে? এত স্কুল কলেজ রাস্তা-ঘাট করে কি হবে? যদি ঐ এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে না পারে এবং ঐ এলাকার শিশুরা যদি সুশিক্ষিত না হতে পারে। তাহলে সব উন্নয়নই বৃথা হয়ে যাবে সুতরাং আমাদের উচিত এলাকাকে মাদক মুক্ত রাখা এবং শিশুদের সঠিক শিক্ষা দেওয়া।
কুতুবপুর ইউনিয়ন ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চাঁন, শান্তিধারা হকার্স মার্কেটের সভাপতি জাহাঙ্গীর হোসেন।
আওয়মী লীগ নেতা সুরুজ বেপারীর পরিচালনায় ও উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিধারা ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আব্দুর রাজ্জাক বেপারী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ফকির, আওয়ামী লীগ নেতা সাত্তার বেপারী। এসময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।