সোনারগাঁয়ের বালু মহলের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত জাকিরের পরিবার মামলা দায়ের করেছেন। সোমবার (২ ডিসেম্বর) বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেনকে প্রধান অসামী করে ২২ জনের নাম উল্লেখ করে নিহতের বড় ভাই মনির হোসেন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
এ মামলায় আবু হানিফ নামের একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, রোববার রাতে আনন্দবাজার এলাকায় দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত হন জাকির হোসেন নামের এক যুবক। এ ঘটনায় জাকির হোসেনের বড় ভাই মনির হোসেন বাদি হয়ে ২২ জনের নাম উল্লেখ করে আরো ৮/৯ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোমবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তিনি আরো জানান, এ ঘটনায় আবু হানিফ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
উল্লেখ, আনন্দবাজার এলাকায় মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন ও নুর মিয়ার ছেলে আমির হোসেনের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন করছেন।
বালুমহলের টাকা ভাগাভাগি নিয়ে রোববার রাত সাড়ে ১০ টার দিকে নবী হোসেন ও আমির হোসেনের দুই গ্রুপের মধ্যে গোলা গুলি ও সংঘর্ষ হয়। এতে জাকির হোসেন, টেকপাড়া আমিরাবাদ এলাকার নুর মিয়ার ছেলে আল-আমিন (৩৩), ইয়ানুসের ছেলে আবু হানিফ (৩১) ও আয়োব আলী মেম্বারের ছেলে সিরাজ (৩৭) মারাত্মক আহত হয়। আহতের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়ার পথে জাকির হোসেন মারা যান।