নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ডে বয়স্ক ও অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে ভাতার বহি বিতরণ করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) মদনগঞ্জ’স্থ ১৯নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ বহি বিতরণী অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বহি বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মোক্তার হোসেন।
নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,স্থানীয় সমাজ সেবক ও আ’লীগনেতা বেনজির আহমেদ বাদল,উপজেলা সমাজকর্মী তপন কৃষ্ণ দাস,১৯নং ওয়ার্ড সদস্য সচিব মোঃ রিয়াদ,আফরোজা খানম প্রমূখ।
এ সময় ১’শ ২৫ জন বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে এ ভাতা বহি প্রদান করা হয়।