দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের পক্ষে প্রচারনা করেন সমর্থিত আইনজীবিরা। রোববার (১৯ জানুয়ারী) দুপুর ২ টায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে প্যানেলের পক্ষে প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী মিছিল করেন।
এ সময় সভাপতি প্রার্থী এ্যাড. সরকার হুমায়ুন কবির বলেন, বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহন করেছি। কিন্তু নির্বাচন কমিশন এখনও পর্যন্ত নির্বাচনে নিরপেক্ষতারা প্রমান দিতে পারেননি। কারন বহিরাগতরা এসে কোর্ট প্রাঙ্গনে ক্ষমতাশীনদের প্যানেলের পক্ষে প্রচারনা করছে। যা নির্বাচনের আাচরন বিধি লঙ্গন। অথচ এই এ বিষয় নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহন করছেন না।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করার উদ্দেশ্যে আমরা নির্বাচন কমিশনারের কাছে আহবান করেছি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, এ্যাড. মাহবুবুর রহমান মাসুম, এ্যাড. কামরুন নাহার, এ্যাড. বাদল কৃষ্ণ পোদ্দারকে কমিশনে অন্তরভুক্ত করা হউক। কিন্তু তারা এ বিষয় কোন কর্ণ্যপাত করেন নাই।
তিনি আরও বলেন, নির্বাচনের শেষ মুর্হুত পর্যন্ত থাকবো। কারো রক্তচোখুকে ভয় করে নির্বাচন থেকে সড়ে দাড়াবো না।
এ সময় সরকার হুমায়ুন কবির ও আবুল কালাম আজাদ জাকির প্যানেলের পক্ষে উপস্থিত ছিলেন, এ্যাড. রফিক আহমেদ, এ্যাড. আজিজুর রহমান হান্টু, এ্যাড. আব্দুল হামিদ ভাষানী, এ্যাড. খোরশেদ মোল্লা, এ্যাড. মশিউর রহমান শাহীন, এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, এ্যাড. আজিজ মোল্লা, এ্যাড আজিজ আল মামুন, এ্যাড. মোস্তাক আহম্মেদ,
এ্যাড. আলমগীর হোসেন, এ্যাড. আনোয়ার প্রধান, এ্যাড. সুমন মিয়া, এ্যাড. বাসার, এ্যাড. শম্পা আক্তার, এ্যাড. মামুন, এ্যাড. মাহফুজ, এ্যাড. জামান, এ্যাড. মাঈন উদ্দিন, এ্যাড. বাঁধন, এ্যাড. ওমর ফারুক নয়ন, এ্যাড. গোলাম সারোয়ার, এ্যাড. রিফাত, এ্যাড. রাশেল প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।