দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিনা প্রতিযোগীতায় অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থী মোহসীন-মাহবুব প্যানেল জয়ী হয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একতরফা ভোটের আনুষ্ঠানিকতা চলে। যেখানে নির্বাচনী আমেজ ছিলো না বলেই চলে।
ফলে বিগত নির্বাচনের তুলনায় এবার নিয়ম রক্ষার নির্বাচনে স্বল্প সময়ের মধ্যেই ভোট গণনা শেষ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আখতার হোসেন। সেখানে একতরফা নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ পন্থী মোহসীন-মাহবুব প্যানেল জয়ী হয়েছেন।
এদিকে, মঙ্গলবার (২৮ জানুয়ারী) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থি জাতীয়তাবাদী ঐক্য পরিষদ প্যানেল নির্বাচন বর্জনের মধ্য দিয়ে অনেকটাই আমেহীন হয়ে পড়েছে আইনজীবীদের নির্বাচন।
বিএনপি পন্থি জাতীয়তাবাদী ঐক্য পরিষদ প্যানেল এর নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনে ভোটগ্রহণের স্থান পরিবর্তন, নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপনসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে নির্বাচন থেকে সড়ে দাড়ান। সেই সাথে একই সাথে এদিন নির্বাচন কমিশন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন বর্জন করেন।
এরফলে বিএনপিপন্থি আইনজীবীদের পাশাপাশি দেখা মিলেনি অনেক সাধারণ আইনজীবীদের। যারফলে আমেজহীনে এই নির্বাচন নিয়ে সাধারণ আইনজীবীদের মধ্যে তেমন কোন উৎসাহ দেখা যায়নি।
নির্বাচন কমিশন থেকে প্রকাশিত ভোটের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগ পন্থী আইনজীবী প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাড. মোহসীন মিয়া পেয়েছেন ৬শ ২২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. হুমায়ূন পেয়েছেন ৫ ভোট। এছাড়ারও আওয়ামী পন্থী আইনজীবী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান পেয়েছেন ৫শ ৯৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একে আজাদ জাকির পেয়েছেন ২৩ ভোট।
তবে, এসব কিছু আমলে না নিয়েই নিয়ম রক্ষায় আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা এই ভোটে অংশ নিয়েছে। একতরফা ভাবেই চলছে ভোটগ্রহণ। নির্বাচনী কোনো আমেজ ছিল না, কারো মধ্যেই কোনো উৎসাহ উদ্দীপনা পরীলক্ষিত হয়নি। আদালত পাড়ায় দেখা মিলেনি বিএনপি পন্থী আইনজীবীদের।