দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ
প্রেম মানে না কোন বাঁধা সেটার প্রমান দিলো আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের প্রেমিক-প্রেমিকা।
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রাম হতে প্রেমের টানে প্রেমিক-প্রেমিকা ঘর ছেড়ে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, পশ্চিম ক্রোকেরচর এলাকার মোঃ কেরামত আলীর পুত্র মোঃ আল ইমরানের সহিত উত্তর ক্রোকেরচর গ্রামের শাহ আলম মেম্বারের (ছদ্মনাম) কন্যা সনি আক্তার (ছদ্মনাম) এর সহিত মন দেয়ানেয়া চলে আসছে ৩ বছর যাবত।
২০১৯ সালের ২২ অক্টোবর প্রথম বার বাসা হতে বের হয়ে যায় ঐ প্রেমিক-প্রেমিকা। ঐ দিনই তারা বিজ্ঞ ঢাকা মেট্রো পলিটন ম্যাজিষ্ট্রেট আদালত ঢাকা নোটারী পাবলিকে কার্যালয়ে বিবাহের হলফনামা ও ঢাকার কোর্ট হাউজ ষ্ট্রীট কাজী আহসানুল হকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এলাকার শালিশের মাধ্যমে মেয়ের বাবা মা তাদের মেয়েকে ফিরিয়ে আনেন তাদের জিম্মায়। তা সত্বেও সনি কয়েকবার প্রেমিকের বাসায় ছুটে গেলেও ইমরানের পরিবার ফিরিয়ে দেয় সনির পরিবারের কাছে।
বুধবার (১ ডিসেম্বর) সকালে আবার প্রেমিক আল ইমরান ও প্রেমিকা সনি আক্তার প্রেমের টানে সুখের সংসার গড়তে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছে।
এতে প্রেমিকার মামা আব্দুল আলী বাদী হয়ে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রেমিক আল ইমরানের ভাই গিয়াসউদ্দিন সহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় উভয় পক্ষের লোকজন বৈঠকে বসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিক-প্রেমিকা কোথায় আছে জানা যায়নি।