দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর আলোচিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী ফতুল্লার লামাপাড়া-নয়ামাটি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ মিথুনকে সাথে নিয়ে উদ্বোধন হলো নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও সমালোচিত ব্লু পিয়ার রেষ্টুরেন্ট। বুধবার (২৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৫ টায় চাষাড়া বালুর মাঠস্থ প্যারাডাইস ক্যাসেলের ১১ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া শেষে কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় কেক কেটে রেষ্টুরেন্ট উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিও গাজী মোক্তার হোসেন।
এ সময় গাজী মোক্তার হোসেন তার বক্তব্যে বলেন, আমরা সময়ের সাথে তাল মিলিয়ে এই রেষ্টুরেন্ট করেছি। আমাদের নারায়ণগঞ্জে প্রায় ৭শ বিদেশী নাগরিক আছে। এখানে সব ধরনের উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে। বাঁচ্চাদের জন্য খেলার জায়গার ব্যবস্থা আছে। আপনারা সকলে পরিবার পরিজন নিয়ে খেতে আসবেন।
এদিকে, ব্লু-পিয়ার রেষ্টুরেন্ট নিয়ে স্থানীয় মিডিয়া থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক মহলে রয়েছে মিশ্র প্রতিকৃয়া। এনিয়ে বিভিন্ন সংগঠন ব্লু-পিয়ার রেষ্টুরেন্টকে মদের বার আখ্যা দিয়ে এটার অনুমোদন না দেয়ার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান করেছেন।
তবে প্রতিষ্ঠানটির সিওর দেয়া বক্তব্যে বুঝা যায় তিনি ব্লু-পিয়ার রেষ্টুরেন্ট বিদেশী নাগরিকদের জন্য করা হয়েছে। তাহলে সেখানে মদের বার থাকার সম্ভবনাকে উড়িয়ে দেয়া যায় না। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে রাখায় সন্দেহের জোড় অনেকটাই বেড়ে যায়। সেই দিকে লক্ষ্য করলে বুঝা যায় নারায়ণগঞ্জে প্রকাশ্যে চালু হলো মদের বার বলে মনে করেন সচেতন মহল।