দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (১০ জানুয়ারী )বিকেল ৪টায় ঘারমোড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানী হানাদার বাহিনীরা তাকে জেলবন্ধী করে রাখে।
১০ জানুয়ারী পাকিস্তানী কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তণ করেন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট পাকিস্তানী দোসররা বঙ্গবন্ধুসহ তার স্বপরিবারকে হত্যা করে।
কাজিম উদ্দিন প্রধান আরো বলেন, ১৯৮১ সালে আমাদের জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়। র্দীঘ ২১ বছর পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দেশের সার্বিক চিত্র প্লাটে যায়।
কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু নাসেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মাঈন উদ্দিন,
সমাজ সেবক হাজী মঞ্জুর হাসান মঞ্জু, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, প্রবীন আওয়ামী লীগ নেতা সামছুল হক মাষ্টার প্রমুখ।