দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লার কাশিপুর এলাকা থেকে জুয়েল (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে কাশিপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজারস্থ মাঠের গাছ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক ঔ এলাকার মৃত আজাদ মিয়ার ছেলে। সে পরিবার নিয়ে এলাকার গফুর মিয়ার বাড়িতে বসবাস করতো।
নিহতের স্ত্রী সোমা আক্তার জানান, জুয়েল ঔ এলাকায় রিকশা গ্যারেজের ব্যবসা করতেন। ব্যবসায় লস হওয়ার পর থেকে সে রিকশা চালাতো। সেই সাথে মাদকাশক্ত হয়ে পরে ছিলো।
বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে বাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে খবর পাই সে একটি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জুয়েল এর আগেও কয়েকবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে সোমা দাবি করেন। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, জুয়েল মাদকাসক্ত ছিল। ঠিকমত কাজকর্ম করতো না। মনের দুঃখে রাতের আঁধারে এলাকার একটি গাছের সঙ্গে নিজের গায়ের চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তাপরও ময়নাদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।