দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গ্যাস সরবরাহের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকাল ৩টায় জেলা শাখার সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা সংগঠন কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, শহরের চাষাড়া, গলাচিপা, আমলাপাড়া, শীতলক্ষ্যা, ভুইয়ারবাগ, নতুন ও পুরান পালপাড়া, কালীবাজার, টানবাজার, বাবুরাইল, দেওভোগ, বন্দরসহ বিভিন্ন এলাকায় অনেক দিন ধরে গ্যাস সরবরাহ নেই বললেই চলে। রাত ১১টা পর গ্যাস এসে ভোর ৪টা পর্যন্ত থাকে। ফলে নারীরা ঠিকমতো রান্না-বান্না করতে পারে না। খাওয়া-দাওয়ার কোন টাইম-টেবল থাকে না, দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে।
যা নারীদের জীবন-যাপনকে দুর্বিহসহ করে তুলেছে, রাত জেগে রান্না করতে হয় বলে স্বাস্থ্যহানি ঘটছে। তাই সরকারের কাছে জোর দাবী- দ্রুত পর্যাপ্ত গ্যাস সরবরাহের ব্যবস্থা করে গৃহস্থালীর কাজকে সহজ করা, নারীদের অধিকার সুরক্ষা করা।
বিক্ষোভ মিছিলে সাবেক সভাপতি আন্জুমান আরা আকসির, সহ-সভাপতি রীনা আহমেদ, সাধারন সম্পাদক এড. হাসিনা পারভীন, সহ-সাধারন সম্পাদক রহিমা খাতুন, অর্থ সম্পাদক রেখা গুন, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম , প্রশিক্ষণ, সমাজকল্যাণ সম্পাদক রওশন আরা বেগম, গবেষণা ও পাঠাগার সম্পাদক তড়িতা সাহা, আন্দোলন সম্পাদক শোভা সাহাসহ জেলা ও পাড়া কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।