দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। প্রার্থীদের বৈধ ঘোষণার পরই প্যানেলের পক্ষে আদালত প্রাঙ্গনে সমর্থকরা নির্বাচনী মিছিল করেন।
এ সময় সরকার হুমায়ুন-আবুল কালাম আজাদ জাকির প্যানেলের পাশাপাশি নির্বাচন কমিশিনারের পদত্যাগ দাবি করেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুর ২ টায় সরকার হুমায়ুন-আবুল কালাম আজাদ জাকির প্যানেলের পক্ষে মিছিল করেন বিএনপির সমর্থিত আইনজীবীরা।
আদালত পাড়ায় প্যানেলের পক্ষে প্রচারনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি প্রার্থী এ্যাড. সরকার হুমায়ুন কবির বলেন, গত বারের নির্বাচনের মত এবারও ক্ষমতাশীনরা নির্বাচনে তাদের প্রভাব বিস্তার করতে পারে। আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা তাদের মোকাবিলা করবো। সেই সাথে আমরা বলতে যাদেরকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে আমরা তাদের পদত্যাগ দাবি করছি। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই আমাদের এই দাবি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এ্যাড. রফিক আহমেদ, এ্যাড. আব্দুল হামিদ ভাষানী, এ্যাড. খোরশেদ মোল্লা, এ্যাড. সাখাওয়াত হোসেন, এ্যাড. মশিউর রহমান শাহীন, এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, এ্যাড. আজিজ মোল্লা, এ্যাড. মোস্তাক আহম্মেদ, এ্যাড. আলমগীর হোসেন, এ্যাড. আনোয়ার প্রধান, এ্যাড. শিপলু, এ্যাড. সুমন মিয়া, এ্যাড. বাসার, এ্যাড. শম্পা আক্তার, এ্যাড. মামুন, এ্যাড. মাহফুজ, এ্যাড. জামান, এ্যাড. মাঈন উদ্দিন, এ্যাড. বাঁধন, এ্যাড. রিফাত, এ্যাড. রাশেল প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।