দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে শীতার্ত হত দরিদ্র মানুষের পাশে শীতবস্ত্র বিতরন করলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান। বুধবার (৮ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২ টায় এ শীতবস্ত্র বিতরন করা হয়।
এসময় তারা নগরীর লঞ্চ টার্মিনাল, বাস ষ্ট্যান্ড ও ৫নং ঘাটে ফুটপাতে বসবাস রত মানুষের মাঝে কম্বল বিতরন করেন।
কম্বল বিতরন শেষে সাগর প্রধান বলেন, দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করছে আওয়ামী সরকার। অথচ লক্ষ লক্ষ লোকের থাকার জায়গায় নেই, পড়নে কাপর নেই, খাওয়ার ব্যবস্থা নেই, শীতের তীব্রতা থেকে বাচাঁর জন বস্ত্র নেই, সেই সাথে এই অসহায় মানুষের পাশে দাড়াবার মত তাদের সময় নেই।
অথচ এই অসহায় মানুষের অধিকার আদায়ের জন্য যিনি লড়াই করছেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে।
আওয়ামী সরকারের নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে, সেই সাথে এটাও বলে দিতে চাই তাদের বিদায়ের ঘন্টা বাঁজতে শুরু করেছে। আর বেশী সময় নেই যেই দিন দেশের জনগণ ক্ষমতা থেকে এই স্বৈরাচারী সরকারকে টেনে হেচড়ে নামাবে।
আমি বিত্তবানদের প্রতি আহবান করবো আপনাদের একটু চেষ্টায় বেঁচে যেতে পারে এই অসহায় মানুষ গুলো। তাই আপনারা আসুন এই শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে দাড়ান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মৎসজীবি দলের আহবায়ক এ্যাড. আনোয়ার প্রধান, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ মাহাবুবুর রহমান, মহানগর যুবদলের সম্পাদক মঞ্জুর আলম মুসা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন প্রধান,
সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক পলাশ,মহানগর যুবদল নেতা জাকির হোসেন, ফখরুল হাসান, বিপ্লব হোসেন, মোঃ রোমান, মহানগর ছাত্র দলের সহ-সভাপতি জুয়েল রানা, যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী নেওয়াজ, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহিম সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ণ যুবদলের নেতৃবৃন্দ।