দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৩৬ জন কর্মকর্তাকে বদলী করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে জেলার পুলিশের নবাগত পুলিশ সুপার জায়েদুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলীর আদেশ দিয়েছেন।
তবে বদলীকৃত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই বদলী পুলিশের চলমান প্রক্রিয়া বলে জানান পুলিশ সুপার।
বদলীকৃত কর্মকর্তাদের মধ্যে, তথ্যমতে-সদর মডেল থানায় ১, বন্দরে ১, সিদ্ধিরগঞ্জে ৩, ফতুল্লায় ৭, সোনারগাঁয়ে ১১ ও রূপগঞ্জে ১৩ জনকে বদলীর আদেশ দেওয়া হয়েছে।
এদিকে বদলির সত্যতা স্বীকার করে জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম জানিয়েছেন, দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় কিছু কিছু থানায় অতিরিক্ত অফিসার রয়েছে।
কিন্তু সে তুলনায় ডিবি, ডিএসবিতে লোক সঙ্কট। তাই থানা থেকে লোক সরিয়ে এনে যেখানে সঙ্কট রয়েছে সেখানকার ঘাটতি পূরণ করা হবে। তবে যাদের বদলী করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই বদলী পুলিশের চলমান প্রক্রিয়া