দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির কো-অপ্ট সদস্য মোঃ জাফর ইকবাল বাপ্পী। এসময় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক।
শিক্ষক মোঃ জসিম উদ্দীনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রণজিৎ মোদক, অভিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মোঃ সেলিম রেজা, প্রাক্তন ছাত্র নজরুল ইসলাম।
বিদায়ী ২০২০ সালের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মির্জা তাজুল ইসলাম, মোঃ শাহ্ আলম, ইকবাল হোসেন, ওমর ফারুক, জাহিদ মামুন, সিনিয়র শিক্ষিকা ফেরদৌসি বেগম, গোপন মোদক, বিথীকা খাঁ, নুরুন্নাহার, রুবিনা আক্তার ও মিতু মন্ডল। পরিশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আলী হোসাইন।