দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ
“শিক্ষা হচ্ছে ধনাগার ও সংস্কৃতি হচ্ছে এর প্রকাশ, যার মৃত্য নেই”এই প্রতিপাদ্যে কুতুবপুর ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হারমোনিয়াম, ঢোল,তবলা ও খেলাধুলার সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নারায়নগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারিকের উদ্বুদ্বকরনে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদা বারিক বলেন, ২০২০ সাল হলো মুজিব বর্ষ। এ মাসেই মোট ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম, ঢোল,তবলা ও খেলার সামগ্রী বিতরণ করা হবে। আজকে দেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১টি স্কুলের এই সামগ্রী বিতরন করা হচ্ছে। নারায়নগঞ্জ সদর উপজেলার সরকারি সবগুলো স্কুল গুলোতে হারমোনিয়াম,ঢোল,তবলা ও খেলাধুলার সামগ্রী বিতরন করা হবে।
তিনি প্রধান শিককদের উদ্দেশ্য করে বলেন,আজকে আপনাদের স্কুলের শিক্ষার্থীদের হারমোনিয়াম, ঢোল,তবলা ও খেলার সামগ্রী দেওয়া হচ্ছে তার মানে এই না আপনারা এগুলো নিয়ে তালাবদ্ধ করে রাখবেন। স্কুলের শিক্ষার্থীদের গান বাজনা ও খেলাধুলা করতে দিবেন। আমরা যদি দেখি প্যাকেটের গায়ে ধুলা তাহলে আপনাদের কৈফিয়ত দিতে হবে।
এ সময় নারায়নগঞ্জ সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার শাহিদা সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু,দেলপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া প্রমূখ।