দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নগরীতে তরুনীকে অপহরণের অভিযোগে গোলাম রাব্বী নামে এক তরুণকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারী) নগরীর দেওভোগ বেপারী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত তরুন দেওভোগ বেপারী পাড়া এলাকার রফিক মিয়ার ছেলে।
এ সময় অপহৃত ঔ তরুনী জান্নাতুল প্রীতি আলোকেও উদ্ধার করা হয়েছে।
এর আগে অপহৃত জান্নাতুল প্রীতির মা রূপালী বাদী হয়ে গোলাম রাব্বীসহ তিনজনের বিরুদ্ধে রোববার রাতে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরনে জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় ডিআইটি এলাকা থেকে জান্নাতুল প্রীতিকে গোলাম রাব্বী ও তার কয়েকজন বন্ধুরা মিলে অপহরণ করে নিয়ে যায়। এবিষয় প্রীতির মা রূপালী বেগম সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করেন।
এদিকে, অপহৃত জান্নাতুল প্রীতি ও অভিযুক্ত গোলাম রাব্বী পূর্ব পরিচিত ছিলো।সেই সাথে জান্নাতুল প্রীতি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো।