দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেছেন, দেশ স্বাধীন হলেও পুরোপুরি স্বাধীন হতে পারিনি। যে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছে তাকেই হত্যা করেছিল। যারা ইসলামের কথা বলে দেশের বিরোধিতা করেছিল তারা আজ কোথায়।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে তাজেক প্রধান স্কুল মাঠে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা আরো ২০ বছর হায়াৎ পাক এটা চাই। কেননা ১০ বছর পর মুক্তিযোদ্ধা পাওয়া যাবে কিনা। জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করেছেন। মায়ের মমতা ত্যাগ করে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন।
যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল তাদের মুখে কালি দিয়ে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে হাজার বছর পিছিয়ে দেয়া হয়েছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।
উক্ত জনসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল,গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী নওশেদ আলী, আওয়ামী লীগ নেতা আলী নূর মোল্লা, মোসলেহউদ্দিন মাদবর,
শহীদুল্লাহ্ পাটোয়ারী, মোঃ রাজা মিয়া, সওদাগর খান, সদর থানা যুবলীগের সালেহ আহম্মেদ খোকন, গোগনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইদি আমিন, মোঃ মাসুদ রানা, জয়নাল আবেদীন জুনু, আব্দুল মালেক, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব, মোঃ আল আমিন প্রমুখ।