দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই মূহুর্ত থেকে সকল আনন্দ-বেদনা চিন্তা-ভাবনা বাদ দিয়ে শুধু সকল প্রশ্নের উত্তর যেন দিতে পার সেই শপথ করতে হবে।
আমি বিশ্বাস করি এই শপথ নিলে সকলেই কামিয়াবী হবে। ভালো ফলাফল করলে পিতা-মাতা ও শিক্ষক এবং তোমারও স্বপ্ন পূরণ হবে। তোমার অর্জিত এই জ্ঞানে উপকৃত হবে জাতি।
মঙ্গলবার (২৮জানুয়ারি) সকালে ফতুল্লার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মানে বিদায় নয়, ১০ বছরের শিক্ষা অর্জনের স্বীকৃতির সংবর্ধনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, সমাজসেবক আরিফুল ইসলাম,
আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য, আব্দুস সাত্তার, মোবারক হোসেন, সমাজসেবক ফরিদ আহমেদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক,কামরুল হাসান, প্রধান শিক্ষক সাবেক নিখিল কুমার সরকার, সিঃ শিক্ষক জয়নাল আবেদীনসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকমন্ডলী।
আলোচনা শেষে অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীসহ সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।