দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ অরাজনৈতিক সামাজিক সংগঠন ভোরের আকাশ এর উদ্যোগে আনন্দ ভ্রমন-২০২০ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ৭ টায় নগরীর জিমখানা মাঠ আলাউদ্দিন খান ষ্টেডিয়াম থেকে আনন্দ ভ্রমনের যাত্রা শুরু হয়।
এ আনন্দ ভ্রমনটি মুন্সিগঞ্জ জেলার মৃধাবাড়ী ও পদ্মারপাড় এলাকায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভোরের আকাশ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ, উপদেষ্টা আলহাজ্ব নাছির উদ্দিন হেনা, সহ-সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, হাজী আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোঃ গিয়াস উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল মিয়া, -স্বাস্থ্য সম্পাদক দিপংকর চন্দ্র সাহা, সহ-স্বাস্থ্য সম্পাদক হাজী কবির হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।