দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম:
মুজিব বর্ষের প্রথম প্রহরে হাজী সামসুন নাহার আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার (১ জানুয়ারী) সকালে বই বিতরনী অনুষ্ঠানের উদ্ভোধন করেন স্কুলটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলমাছ আলী।
এই সময় আলহাজ্ব আলমাছ আলী বলেন, শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তোমরা যাতে সঠিক ভাবে পড়াশোনা করতে পারো সেই জন্যই প্রধানমন্ত্রী বিনা মূল্যে সারা দেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করেছে।
তোমরা আগামীর ভবিষ্যত ও দেশ গড়ার কারিগড়। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, স্কুলের সহ-সভাপতি হাজী খলিলুর রহমান, কার্যকরী সদস্য ও গোপনগর ইউনিয় পরিষদে প্যানেল চেয়্যারমেন ২ মোঃ সৈকত হোসেন, দেওয়ান শুভ, মোতালিব শিকদার, এম,এ মান্নান স্যার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।