দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জে কবরস্থানের পুকুর থেকে শামীম (৮) ও মনির (৭) নামে নিখোঁজ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ডের কবরস্থানের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশু শামীম রংপুর গঙ্গাচরা থানা এলাকার রবিউল আলমের ছেলে ও মনির ঔ একই এলাকার আব্দুল জাব্বারের ছেলে। জীবিকার তাগিদে তাদের পরিবার পরিজন নিয়ে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার বাদশা মিয়ার বাড়িতে বসবাস করত। নিহত দুই শিশুর পিতা পেশায় অটোরিকশা চালক।
থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারী শিশু দুটি নিখোঁজ হলে তাদের পরিবার পরদিন থানায় এসে জিডি করে।
সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ডের কবরস্থানের পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে দুটি মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।