দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৯ জানুয়ারী) রাতে স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে ধর্ষণকারী সিয়ামকে আসামী করে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে ছাত্রীর বাবা উল্লেখ করেন, মঙ্গলবার বিকেলে জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামে সিয়াম নামের এক বখাটে একই এলাকার তৃতীয় শ্রেণীতে পড়য়া স্কুল ছাত্রীকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের পর এ বিষয়ে কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। পরে স্কুল ছাত্রী ধর্ষণের বিষয়টি তার মা-বাবাকে জানালে তারা স্থাণীয় মাতাব্বরদেরকে অবহিত করে। তখন মাতাব্বরা ধর্ষিতার বাবা-মাকে থানায় যেতে নিষেধ করে এবং মেয়ের বিয়ের সময় যে টাকা লাগবে তা তারা বহন করবে বলে প্রলোভন দেখায়। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষণের ঘটনা শুনে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষিতার বাবা ধর্ষণকারী সিয়ামের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।