দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ২ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী) বিকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার সরেজমিনে গিয়ে বিয়ে ২টি বন্ধ করেন।
এ বিষয় উপজেলার মহিলা বিষয়ক অফিসার নাজমা আক্তার জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের নাকাটিভাঙ্গা গ্রামে নবম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর বাবা মমা তার বাল্য বিবাহের আয়োজন করলে প্রশাসন তা বন্ধ করে দেয়।
পরে ওই ছাত্রীকে ১৮ বছরের আগে বিয়ে দিবে না বলে মুচলেকা দেন তার পিতা মাতা।
অপররদিকে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকার দারোগোল্লা গ্রামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন করলে সেটা বন্ধ করে দেয়া হয়।
প্রাপ্ত বয়স্ক না হলে ওই ছাত্রীর বিয়ে দিবে না বলে তার পিতা মাতাও প্রশাসনের কাছে মুচলেকা দেন।