দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী জাহিদ মালিকের কাছ থেকে এ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকার তেজগাঁও এলাকায় সিএমএসডি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ৬৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এ্যাম্বুলেন্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালিক এমপি। আরও উপস্থিত ছিলেন এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বিভিন্ন উপজেলার সংসদ সদস্যবৃন্দ।