দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ গুরুত্র অসুস্থ্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরাফাত চৌধুরীর রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম ।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে তিনি এ দোয়া কামনা করেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, আরাফাত চৌধুরীর রাজনৈতিক অঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক। তিনি সব সময় সকল বাঁধা বিপত্তিকে উপেক্ষা করে দলের প্রয়োজনে কাজ করে যাচ্ছেন। আমি মহানগর ছাত্রদলের পক্ষ থেকে সকলের কাছে তার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছি।
উল্লেখ্য, বুধবার (২৬ ফেব্রুয়ারী)দিবাগত রাত সাড়ে ১০টায় তিনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে প্রথমে নগরীর খানপুর ৩’শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থা আরও অবনতি হলে দিবগত রাত ৩টায় তাকে বাংলাদেশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি তার নিজ বাস ভবনে চিকিৎসাধী আছেন।