দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিককে প্রশ্ন করে কমলা বেগম বলেন, কয়জন মানুষ ৬৫ বছর বাচেঁ। আপনারা বয়স্ক ভাতা দেন ৬৫ বছর হইলে। আপনে চাইয়া দেখেন উপস্থিত নারীদের দেখিয়ে এরা বেশীর ভাগ বিধবা। বিধবা ভাতা দেননা কেন?
জবাবে ইউএনও নাহিদা বারিক বলেন সরকার ৬৫ বছর নির্ধারণ করে দিয়েছে আমার হাত দেয়ার কিছু নাই। তবে বিধবা ভাতা আছে।
তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ উঠোন বৈঠকে ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বাসিন্দা কমলা বেগম অনুষ্ঠানের সভাপতি ইউএনও নাহিদা বারিককে উপরোক্ত কথা বলেন।