দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মানবতার সেবার উদ্দেশ্যেই রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করছে আর তার ধারাবাহিকতায় নারায়নগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসতাপাতালে স্বেচ্ছায় সেবা প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়নগঞ্জ ইউনিট।
মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে স্বেচ্ছায় সেবা প্রদান করে নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা।
এ সময় হাসপাতালে রোগীদের বিভিন্ন তথ্য সহ জরুরি বিভাগে রোগীদের সহায়তা, রোগীদের টিকেট সংগ্রহ, টিকেট কাউন্টারে সুশৃঙ্খলভাবে লাইন ঠিক করে টিকট সংগ্রহ এবং বৃদ্ধা রোগীদের সঠিক স্থানে যাওয়া পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া এবং রোগীরা যাতে কোন প্রকার দূর্ভোগ যেন না পোহাতে হয় সেই উদ্দেশ্যে যুব সদস্যরা কার্যক্রমে এগিয়ে আসে।
সদস্যদের এই কার্যক্রম পরিদর্শন করেন অত্র ইউনিট এর জুনিয়র সহকারী পরিচালক জনাব মাহফুজা আক্তার ও উপ যুব প্রধান-১ জনাব আদিত্য সাহা।
নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের বিভাগীয় প্রধান জনসংযোগ ও পরিকল্পনা মোঃ রুবাইদ হাসান সায়মন এর সার্বিক তত্ত্বাবধানে উপ যুব প্রধান-২ জয় দত্ত,উপ বিভাগীয় প্রধান জনসংযোগ ও পরিকল্পনা প্রীতম কুমার দাস,উপ বিভাগীয় প্রধান বন্ধুত্ব চৈতী, যুব সদস্য অপূর্ব ভাওয়াল, মোঃ ফরিদ, মোঃ সামির,আবু বকর,ঊর্মিলা,হাবিবা আক্তার নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে সেবা প্রদান করেন।