দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে করোনাভাইরাসের কারনে দেশের অসহায় প্রায় বেকার হয়ে পরেছে। তাই সেই অসহায় হতদরিদ্র ও রিক্সাচাল চালকদের ২কেজি চাউল, ২ কেজি আলু ও ১ কেজি আটা করে বিতরন করেন বিসমিল্লাহ বিরিয়ানি হাউজ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পাঠানতলী বাসষ্ট্যান্ড সহ এর আশে পাশের এলাকায় বিসমিল্লাহ বিরিয়ানি হাউজের উদ্যোগে এ বিতরন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিসমিল্লাহ বিরিয়ানি হাউজের কর্ণধার জানান, আজকে আমরা ২৫ জনকে ২ কেজি চাউল, ২ কেজি আলু ও ১ কেজি আটা একটি প্যাকেট করে বিতরন করেছি। আল্লাহ চানতো এই ভাবে আরও ২ দিন আমাদের কর্মসূচি পালন করা হবে। আমাদের আশা প্রায় ২শ অসহায় হতদরিদ্র ও রিক্সাচাল চালকদের পরিবারের মাঝে একই ভাবেই বিতরন করবো। আমি আহবান করবো যারা সমাজে বিত্তবান আছেন তাদের ইচ্ছায় বেচেঁ যেতে পারে অনেক অসহায় পরিবার। আপনারা খেটে খাওয়া মানুষ গুলোর পাশে দাড়ান।