দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, যারা প্রিপারেটরী স্কুলের উপর বিশ্বাস রেখে তাদের সন্তানদের এখানে ভর্তি করেছে সেই মায়েদের জন্য রয়েছে ১০০২ টি গোলাপ। সততা ষ্টোরে বিভিন্ন পন্য থাকতে হবে শিক্ষার্থীরা কিনবে শিক্ষকরাও টাকা দিয়ে কিনতে পারে। এখানে এমন আনন্দ দিয়ে শিক্ষা দিতে হবে এবং গড়তে হবে যেন শিক্ষার্থীরা বাড়ি যেতে না চায়।ওরা যেন এটাকে বাড়ি মনে করে।
শুধু ভবন করলে হবেনা ডিজিটাল স্কুলে পরিনত করতে হবে। তিনি অভিবাবকদের উদ্যোশ্য বলেন,আপনার ছেলে মেয়ে যদি স্কুল পরিস্কার করে আপক্তি আছে। প্রধান শিক্ষকের হাতে চক ডাষ্টবিনের সাথে ঝাড়ু থাকবে।
নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,বসন্ত উৎসব ও পিঠা মেলা -২০২০ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বুধবার (৪ ফেব্রুয়ারী) সকালে স্কুল প্রাঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা সংস্থা ও লেডিস ক্লাবের সভানেত্রী ফারহানা হক সুমি,এডিসি শিক্ষা রেহেনা আক্তার,সহকারী কমিশনার সানজিদা খান,সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা আকলিমা মাহমুদ,ইমা খন্দকার,সাহিদা বেগম,মাসুদা আক্তার ,গোলাম মোস্তফা শাহীন, নাদিরা শারমীন,ফারজানা ইয়াসমিন,মৌসুমী দেব রায়,বিথী দে,কামাল হোসেন,লুৎফর রহমান,মহিউদ্দিন, মেছবাহউল্লাহ, পূরবী মজুমদার প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।