দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিশ্বজুড়ে ভয়াবহ হয়ে উঠা প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশে প্রতিরোধের অংশ হিসেবে মগের মুল্লুক গ্রুপের পক্ষ থেকে অসহায় প্রায় বেকার রিক্সাচালক ও দুঃস্থদের মাঝে খাবার সামগ্রী ও হাত ধোয়ার সাবান বিতরন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ৩টায় সিদ্বিরগঞ্জ থানাধীন চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মগের মুল্লুক গ্রুপের এডমিন প্যানেলের উদ্যোগে এবং সরকারি নির্দেশনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ত্রাণ নিতে আসা সকলকে প্রথমেই সাবান দিয়ে হাত ধোয়া ও করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ দেওয়া হয়। সেই সাথে সকলকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের মাঝে সামগ্রীগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মগের মুল্লুক গ্রুপের মেম্বার ও সিটি কর্পোরেশনের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, মগের মুল্লুক গ্রুপের ফাউন্ডার এডমিন সুমন আহমেদ, আব্দুল হাসিব, মগের মুল্লুক গ্রুপের মেম্বার, নাজিম পারভেজ অন্তু,মোঃ ফখরুল ইসলাম সুজন,মোস্তফা হক ভূইয়া বাবু,সাইদুর রহমান পলাশ, রাকিব রকি, রাহাত,দুখু, আলামিন।
এ সময় মগের মুল্লুক গ্রুপের এডমিন সুমন ও হাসিব, গ্রুপ এডমিন সোনিয়া আফরোজ, ডালিয়া আফরোজ, শিরিন ইসলাম, ফারহানা আক্তার, ওয়াসিম মাহমুদ, গ্রুপ মেম্বার আদনান, সুমন আহম্মেদ, হিমেল হিরা, রেজওয়ান, সাজেদা নাজনীন মনি,আখি আরমান,মিরাজ,সজিব,হিমেল মশিউর, রেজওয়ানা জামান,ইলা মনি,আফরোজা আক্তার,শামসুদ্দিন, রবিন, সাইফুল, শহিদুল ইসলাম প্রমূখ।
এ সময় মগের মুল্লুক গ্রুপের সকল মেম্বার ও সেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রুপের এডমিন। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের যার যার অবস্থান থেকে অসহায় দরিদ্রদের পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানান।