দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ করোনাভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খাঁন সেন্টু।
মঙ্গলবার (২৪ মার্চ) বাদ আছর নগরীর উকিলপাড়া জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করেন তিনি।
এ সময় তিনি নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের বলেন, দীর্ঘ ২ বছরের অধিক সময় পর সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সরকারের দায়ের করা মিথ্যা মামলায় জামিন পেয়েছেন। আমি আপনাদের কাছে তার সুস্থতায় দোয়া কামনা করছি।
সেই সাথে সারা বিশ্ব সহ বাংলাদেশে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের সুস্থতা কামনা সহ দেশবাসী সকলকে এই মহামারি থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন।