দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন বলেন, আমি ভীতু বা মন ভেঙ্গে যাওয়ার মানুষ নয়। আমি বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়েই মুক্তিযোদ্ধারা নিজের দেশকে বাঁচানোর জন্যই ঝাঁপিয়ে পড়েছিলেন।
মুক্তিযোদ্ধারা কোনোদিন ভাবেনি যুদ্ধ কীভাবে শেষ হবে? আদৌ শেষ হবে কি না! কিন্তু তারা একটা জিনিস ভেবেছিলেন আমার এ দেশটাকে রক্ষা করা লাগবে।
বৃহস্পতিবার (৫মার্চ)বিকেল ৩টায় ফতুল্লা স্টেডিয়াম সংলগ্নে রওজাতুল সালিহীন মাদ্রাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে নারায়নগঞ্জে এর অবদান শীর্ষক ওশিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো.জসীম উদ্দিন আরও বলেন, নারায়ণগঞ্জকে স্বাধীনতা পদক হিসেবে ঘোষনা করা হয়েছে। এখানে ১২৫জন শিক্ষক শিক্ষকা আছেন, আপনারা বাচ্চাদের আপনাদের অনুভূতিগুলো জানাবেন। কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? আমরা কেন মুজিবর্ষ পালন করছি?আপনাদের কথা বাচ্চারা শুনে থাকে। আপনার মা,আপনার বোন রেপ হলে কী কষ্ট হয়! সেই অনুভূতিগুলো নতুন প্রজন্মকে আপনার মত করে বলবেন। তখন ও বুঝে যাবে পাকিস্তানি শালার আলবদরা কী করে ছিল এই দেশে?
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, জহির উদ্দিন (জজ), জুলহাস, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারি সহ আরও অনেকে।