দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে নিউক্লিয়াস স্কুল আয়োজিত রচনা, চিত্রাংকন, কুইজ ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণি টিমকে পুরুস্কার বিতরন করা হয়।
শনিবার (১৪ মার্চ ) বিকেলে চাদঁমারি নতুন কোর্ট সংলগ্ন আজমেরী বাগ বৃহত্তর গরুর হাট মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় স্কুলের দশম শ্রেণি বনাম অষ্টম শ্রেণি।
প্রতিযোগিতায় অষ্টম ,নবম ও দশম শ্রেণির মোট ১১ জন খেলোয়াড় অংশ নেয়।ফাইনালে ১৬ ওভারের খেলায় দশম শ্রেণিকে ৪ রানে পরাজিত করে অষ্টম শ্রেণি। ব্যাটিংয়ে নেমে ৬২ রানের বিপরীতে দশম শ্রেণিকে ৬৩ রানের টার্গেট দেয় অষ্টম শ্রেনির টিম।
এক ওভার বাকি থাকতে ৫৮ রানে অল আউট হয় দশম শ্রেণির দল।অষ্টম শ্রেণির টিমের অধিনায়ক ছিল পলাশ ও সহ- অধিনায়ক আদিব।দশম শ্রেণির টিমের অধিনায়ক ছিল সিফাত ও সহ- অধিনায়ক ছিল তীর্থ।
তিনদিন ব্যাপি অনুষ্ঠানের শেষ দিনে ফাইনালে প্রধান অতিথি হিসেবে নারায়নগঞ্জ জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব। স্কুলের চেয়ারম্যান রোটারিয়ান মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং স্কুল শিক্ষক আবু হাসান মিশু ও কামরুজ্জামান রনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জানে আলম বিপ্লব বলেন, মুজিব মানে একটি মানচিত্র,মুজিব মানে সোনার বাংলা,মুজিব মানে বিশ্ব জয়,মুজিব মানে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং বাঙ্গালী চেতনায় প্রকম্পিত শ্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন।
তিনি বলেন, আমার নেতা শামীম ওসমান বলেছেন রাজনীতি করতে হলে অন্যায়কে পরিহার করে ন্যায় বিচার, সমাজেসেবা ও মানব কল্যাণে কাজ করতে হবে। আমি আমার নেতার নির্দেশ মেনে রাজনীতিতে এসে এলাকার গন মানুষের জন্য কাজ করছি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিপ্লব বলেন,তোমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হলে জাতির জনকের সংগ্রামী জীবনী সর্ম্পকে জানতে হবে । স্বাধীনতার ইতিহাস জানতে হলে জাতির জনেেক জানতে হবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী না জানলে তুমি যতোই মেধাবী হওনা কেন একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে তুমিই জাতির কাছে কাচো হবে।শত ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু আমাদের একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছে। এ পতাকার সন্মান যেন কেউ কেড়ে নিতে না পারে।বিপ্লব বলেন,তুমি যতো বড় শিক্ষিত হও না কেন পিতা মাতার পরে মানুষ গড়ার করিগর শিক্ষকদের সন্মান না করলে তোমার সকল অর্জন হবে মূল্যহীণ।
অনুষ্ঠানে অন্যদের মাঝে মিক্ষকওলিউর রহমান বাবুল,সমাজসেবক অনিসুজ্জামান, দেলোয়ার, খোকন, শফর, মানিক, বাবুসহ প্রমুখ।