দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দর একরামপুরের ২৩নং ওয়ার্ডে বন্দু মহলের উদ্যোগে গরীব, অসহায় ও দিন মজুরি মানুষদের মাঝে ত্রান বিতরণ করা হয়।
সোমবার (৩০মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৮নং একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
এ ত্রান সমগ্রীর মধ্রে ছিলো, চাল, ডাল,আলু, পেয়াজ, তেল, লবণ।
এ সময় জাতীয় শ্রমিক লীগ ২৩নং ওয়ার্ডের সভাপতি মো.লিটন মিয়া, মো.আব্দুল মান্নান,মো.ফরিদ উদ্দিন, মো.কামাল,মো.জহিরুল ইসলাম মো.ইসলাম সকল বন্ধু মহলের উদ্যাগে এ আয়োজন করা হয়েছে।
এসময় জাতীয় শ্রমিক লীগ ২৩নং ওয়ার্ডের সভাপতি মো.লিটন মিয়া বলেন, সারা বিশ্ব মহিমারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ নিয়ে মহা বিশ্ব যেমন আতঙ্কে রয়েছে আমরাও তেমনি আতঙ্ক রয়েছি। আমাদের দেশেও করোনা ভাইরাস চলে আসছে।
আমরা সর্তক রয়েছি। আজ থেকে অনেক দিন ধারে সাধারণ মানুষের চলাচল করতে কষ্ট হচ্ছে। তাই এসময় খাদ্য সংকট দেখা দিয়েছে। আমরা বন্ধু মহলের পক্ষ থেকে সাধারণ মানুষকে কিছু দিতে পেরে আনন্দিত।
যারা আমাদের ত্রান তহবিল থেকে বঞ্চিত রয়েছে তারাও পাবে। কারণ আমাদের এ ত্রান তহবিল বিতরন অবহৃত থাকবে।
বন্ধু মহলের মধ্যে উপস্থিত ছিলেন, দোলোয়ার, মিজান,রিয়াদ,হাসান,আহাদ আলী,কবির,হুমায়ন, পারভেস, মিরাজ, মনির, সগীর আহাম্মেদ ডালিম,পঞ্চু,সেলওৃ জুম্মান, রনি, রমজান, রফিক, রতন, রবি, আসাদ সহ আরও অনেকে।