দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মুলুক লিফলেট ও মাস্ক বিতরণ করেছে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।
রোববার (২২ মার্চ) সকাল ১১টায় বন্দর ১নং খেয়াঘাট এলাকা সংলগ্ন সড়কে পথচারী ও নৌকা মাঝিদের মাঝে এ লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বিতরণকালে তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে মহামারী এই সংক্রমণ রোগ থেকে দেশ ও নিজ পরিবারকে বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কোন গুজবে কান না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। করোনা ভাইরাস যেন দেশব্যাপী ছড়িয়ে না পরে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম, ডালিম হাসান, খোরশেদ আলম, মোঃ মিলন, হিরা, সাদ্দাম হোসেন।
এদিকে করোনা ভাইরাস নিয়ে নিজের তৎপরতা সর্ম্পকে খাঁন মাসুদ বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর শিক্ষা আমরা আমাদের নেতা একেএম শামীম ওসমানের কাছ থেকে পেয়েছি। আমরা আশা করবো বিশ^ব্যাপী যে করোনা আতঙ্ক ছড়িয়েছে সে থেকে আমাদের দেশ মুক্ত থাকবে। এজন্য সচেতন সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।