দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী মুজিববর্ষ উদযাপন করলেন বন্দর বাজার দূর্গা মন্দির কমিটি।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বন্দর বাজার দূর্গা মন্দিরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে এর উদ্যোগে কেক কাটা ও প্রার্থনার আয়োজনে করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও প্রার্থনা অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কদম রসুল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহির, বন্দর বাজার দূর্গা মন্দির কমিটির সভাপতি হরি সাহা, সহ-সভাপতি সুবল বর্মণ, শুনিল বর্মণ ও সুজন মল্লিক, সাধারণ সম্পাদক দুলাল কর্মকার, সাংগঠনিক সম্পাদক দিলীপ পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, অজিত বর্মণ, চন্দ্রন দাস, তপন বর্মণ ও নরেশ বর্মণসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রধাণ অতিথির বক্তব্যে কদম রসুল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জহির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ নিহত বঙ্গবন্ধু পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এবং করোনা ভাইরাস নিয়ে সচেতনমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন বন্দর বাজার দূর্গা মন্দির কমিটি।