দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জস্থ গোদনাইল সৈয়দপাড়া এলাকা কিশোরগ্যাংর হাতে থাকা অস্ত্রের ছবি সহ সংবাদ প্রকাশের পর থেকেই এলাকায় তোলপার শুরু হয়েছে। সেই সাথে মহসিন ভুইয়া ও বুলবুলের সাথে উক্ত কিশোরগ্যাংদের হাতে অপর একটি ছবিতে দেখা যায় অস্ত্র নিয়ে একে অপরকে তাক করেছেন।
স্থানীয়দের দাবী,প্রতিদিনই রাস্তার উপরে দাড়িয়ে স্কুল,কলেজ গামী শিক্ষার্থী এবং বিভিন্ন কর্মজীবি মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এ কিশোরগ্যাংগুলো। তাদের কাছে থাকা উক্ত অস্ত্রগুলো অবৈধ নাকি খেলনা তা নিয়েই শংকায় রয়েছে স্থানীয়রা।
এদিকে, সিদ্ধিরগঞ্জস্থ গোদনাইল সৈয়দপাড়া এলাকার মহাসিন ভূইয়া গংদের নানা অপকর্মের তথ্য প্রকাশ হওয়ার পরও থেমে নেই তাদের সেই অপকর্ম। তবে এলাকার কথিত যুবলীগ নেতা মহাসিন ভূইয়া গংদের বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পেলেও, স্থানীয় মিডিয়াতে তাদের নানা অপকের্মর তথ্য প্রকাশ হওয়ার পর থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। পাশাপাশি তাদের নানা অপকর্মের বিষয় প্রকাশ করছেন।
চাঁদাবাজী, ভূমিদস্যু, সরকারী খাল অবৈধ ভাবে ভরাট সহ ডাকাতি সহ কিশোরগ্যাংদের শেল্টার দাতা হিসেবেও এলাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এদিকে, মহসিন ভুইয়া ও বুলবুলের সাথে উক্ত কিশোরগ্যাংদের হাতে দেখা যায় অস্ত্র নিয়ে একে অপরকে তাক করা ছবি দিয়ে সংবাদ প্রকাশের পর থেকে নানা আলোচনার খোরাক হতে শুরু করেছেন।
স্থানীয়দের দাবী,প্রতিদিনই রাস্তার উপরে দাড়িয়ে স্কুল,কলেজগামী শিক্ষার্থী এবং বিভিন্ন কর্মজীবি মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এ কিশোরগ্যাংগুলো। তাদের কাছে থাকা উক্ত অস্ত্রগুলো অবৈধ নাকি খেলনা তা নিয়েই শংকায় রয়েছে স্থানীয়রা।
তারা আরও বলেন, মহাসিন ভূইয়ার নির্দেশে নানা অপকর্মের পরিচালনার দায়িত্বে রয়েছে কিশোর গ্যাং এর প্রধান বুলবুল এছাড়াও তাকে সহযোগীতায় রয়েছে বাপ্পী, ঠোট কাটা আরিফ, কাইলা রুবেল, জুয়েল, জামাই মোক্তার।
সূত্র আরও জানায়, ২০১৮ সালে ঔ এলাকার হাজী মোস্তফা স্কুল এন্ড কলেজের পরিচালক মাহমুদ হোসেন আপেল এর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকার করায় কিশোর গ্যাং এর প্রধান বুলবুল এর নেতৃত্বে তার উপর অতকিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ বিষয় তৎকালিন সময় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী মাহমুদ হোসেন আপেল। যার নং-১৮/৩/২০১৮ মামলা নং ৪৯/৩১৮। ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭ ৩৭৯/ ৫০৬ ধারা।
এই মামলায় একাধিক কিশোরগ্যাং এর সদস্যকে গ্রেফতার করে পুলিশ।