দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ভিপি বাদল সর্মথক গোষ্ঠির পক্ষ থেকে গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে নবীগঞ্জ গুদারাঘাট এলাকা সংলগ্ন ভাসমান নিম্নবিত্তদের মাঝে এ বিতরণ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, খোকন, রুবেল, রবিন প্রমূখ।
এরা সকলেই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল সমর্থক। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমন রোধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। ইতমেধ্যে সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রয়েছে সকল প্রকার প্রতিষ্ঠান। এতে করে অনেক নিম্নবিত্তরা অনেকটাই অসহায় পড়েছে। তাদের রয়েছে খাদ্য সংকটের অভাব। তাই অভাব থেকে কিছুটা মুক্তি দিতেই সাধারণ সম্পাদক ও তোলারাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বাদলের নির্দেশে তার সর্মথকরা মাঠে নেমেছেন বলে জানায় তারা।
উল্লেখ্য, প্রতিটি প্যাকেটে নিম্নবিত্তদের জন্য খাদ্য সামগ্রীতে ছিল চাল, ডাল, তৈল, সাবান ও মাস্ক।