দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টায়পূর্ব শিয়াচর লালখাঁয় লালখাঁ বাসীর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান আলোচনা হিসেব ছিলেন,ফতুল্লা থানা যুব লীগের সভাপতি মো.মীর সোহেল আলী,আয়োজনে ছিলেন ফতুল্লা থানা যুব লীগের নেতা,রুহুল ফকির, হ্রদয় মাষ্টার, ব্যবস্থাপনা পরিচালক মাষ্টার লিংকের মো.ফয়সাল মাষ্টার মোল্লা, ফতুল্লা থানা ছাত্র লীগের নেতা এ. এইচ আরিফ,হ্রদয়, ইয়ামিন সহ আরও অনেকে।