দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দৈনিক মানব জমিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ফটো সাংবাদিক ও ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম নিউজ পোর্টালের সম্পাদক রোটারিয়ান আলমগীর আজিজ ইমনের উদ্যেগে সাধারন মানুষের মাঝে টানা দ্বিতীয় খাদ্যদ্রব্য বিতরণ করেন সেই সাথে সাবান দিয়ে হাত ধোয়ার কর্মসূচি উদ্ধোধন করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে গলাচিপার এলাকার বিভিন্ন স্থানে পথচারী, দিনমজুর, রিকশাচালকদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন । সেই সাথে গলাচিপা চেয়ারম্যান বাড়ীর সামনে সাবান দিয়ে হাত ধোয়ার হাত ধোয়ার কর্মসূচি উদ্ধোধন।
এ বিষয়ে সাংবাদিক আলমগীর আজিজ ইমন বলেন, গত দুই দিনে ৩০০ সাধারন মানুষের হাতে খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে। এ ছাড়াও কয়েকশত মাষ্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছি। সাধারন মানুষের হাত ধোয়ার জন্য বেসিন বসানো হয়েছে। আল্লাহর রহমতে আগামী দুই তিন দিনের মধ্যে আরও ৫০০ লোকের জন্য খাদ্যদ্রব্য দেওয়া হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। করোনাভাইরাস থেকে এক মাত্র আল্লাহ আমাদের মুক্ত করতে পারে। তাই আল্লাহর উপর ভরসা রাখতে হবে।