দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনের বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা প্রচারনা চালিয়েন নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিএনপি পন্থী আইনজীবী নেতাদের নিয়ে এই প্রচারণা চালান স্থানীয় আইনজীবিরা।
সভাপতি প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও সম্পাদক প্রার্থী মোঃ রুহুল কুদ্দুস (কাজল)। এসময় প্রার্থীরা আদালতপাড়ার আইনজীবীদের বিভিন্ন চেম্বারে গিয়ে তারা ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষাণী, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট মসিউর রহমান শাহিন, অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট শামসুজ্জামান খোকা,
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট আজিজ আল মামুন, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট আশরাফুল আলম সিরাজী রাসেল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, অ্যাডভোকেট মোস্তাক আহমেদ, অ্যাডভোকেট সুমন মিয়া, অ্যাডভোকেট আনোয়ার প্রধান,
অ্যাডভোকেট রিফাত, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল, অ্যাডভোকেট আমেনা প্রধান শিল্পি, অ্যাডভোকেট নুর বাধন, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি, অ্যাডভোকেট আসিফুজ্জামান সহ বিএনপি পন্থী আইনজীবীরা।