দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিদেশ থেকে ফেরত এসে কোয়ারেন্টারে না থেকে অবাধে চলাফেলার অপরাধে ৩ বিদেশ ফেরতকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত প্রবাসীদের বাধ্যতামুলক ১৪ দিন কোয়ারেন্টারে থাকা বাধতামুলক করেছে সরকার। কিন্তু কিছু প্রবাসী সরকারী নিয়ম না মেনে অবাধে চলাফেলা করছে। যা করোনা ভাইরাসে জন্য ঝুঁকিপুর্ন।
সরকারী নিষেধ অমান্য করার অপরাধে সনমান্দি ইউনিয়নের ইতালী প্রবাসী মৃত তমিজ উদ্দিনের ছেলে মোঃ কাদিরকে ১৮০৬ এর ২৬৯ দন্ডবিধি ধারায় ৫০ হাজার টাকা, একই ইউনিয়নের ভাটিচর গ্রামের নুরুল ইসলামের ছেলে মনির হোসেনকে ১০ হাজার টাকা ও পৌরসভার হাড়িয়া এলাকার আজিজুল রহমানের ছেলে আতিকুর রহমানকে ১০ হাজার টাকা জরিমমানা করা হয়েছে। তিনি আরো জানান, এসময় তিনি তারা অবাধে চলাফেলা করতে জনগনের ও তাদের পরিবারের কি সমসা হতে পারে সে বিষয়ে অবহিত করা হয়।