দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাড. আবুল কালাম এর আজ ৭০ তম জন্ম দিন। বুধবার (১১ মার্চ) জীবনের পাতা থেকে ৬৯ বছরকে বিদায় দিলেন সেই সাথে ৭০কে আলিঙ্গন করে নিলেন।
তার জন্ম দিন উপলক্ষে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে পরিবারের সদস্যরা ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভ কামনার পাশাপাশি সকলের কাছে তার জন্য দীঘায়ু কামনা করেন। সেই সাথে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিলাদ দোয়ার আয়োজন করেন।
তার পরিবারের পক্ষ থেকে সাবেক ৩ বারের সাংসদ এ্যাড. আবুল কালামের জন্য দোয়া ও দীঘায়ু কামনা করেন। পাশাপাশি বিগত দিনে তিনি যেভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে ছিলেন। আগামীতেও যেন সেই জন সেবার ধারা অব্যাহত রাখতে পারেন। সেই জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাংসদ মরহুম জালাল হাজীর ছেলে এ্যাড. আবুল কালাম তার পিতার মত সব সময় নিজেকে জন সেবায় নিয়োজিত রাখতেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ ৫ আসনে ৩ বারের সাংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।
দীর্ঘ দিনের রাজনৈতিক জীবনে বেশ প্রশংসা কুড়িয়েছেন এ্যাড. আবুল কালাম। তার সততা ও সাংগঠনিক দক্ষতার কারনে বিএনপি তাকে বার বার সম্মানিত করেছে। পাশাপাশি নারায়ণগঞ্জের রাজনীতিতে তাকে সকলেই ক্লিন ইমেজ এর ব্যক্তি হিসেবে জানেন এবং সম্মান করেন।