দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহামারি করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে ধারাবাহিকতার সহিত খাদ্য সামগ্রী প্রদান করেন সংগঠনটির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কারিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ্যাড. আবুল কালাম এর পক্ষে মহানগর ওলামা দল ও বন্দর থানা শ্রমিক দলের নেতৃবৃন্দদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।
এ সময় আবুল কাউছার আশা বলেন, মহামারি করোনাভাইরাসের কারনে আজ সারা জাতি কর্মহীন ঘরবন্দি হয়ে পড়েছে। সবাই পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিন যাপন করছে এটা অস্বীকার করার কিছু নেই। আর যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তাদের অবস্থা আরও ভয়াবহ। তারা কারো কাছে এই দুঃখের কথা শেয়ার করতে পারছে না। তাই মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম চেষ্টা করে যাচ্ছেন তাদের পাশে দাড়াবার জন্য।
তিনি দলের নেতাকর্মীদের ছাড়াও মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে ধারাবাহিকতার সহিত সাধারণ মানুষের মাঝে ত্রান সমাগ্রী পৌছে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ থাকেন আর এই ভাবে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।
তিনি আরও বলেন, আপনারা যারা বিএনপির বিত্তবান নেতারা আছেন আমি আপনাদের প্রতি আহবান করবো অসহায় খেটে খাওয়া কর্মহীন ও দলের কর্মীদের পাশে দাড়াবার চেষ্টা করুন। কারন তাদের কারনেই আজ আপনি বড় নেতা হয়েছেন। এখনই সময় দলের প্রকৃত নেতা হয়ে কর্মীদের পাশে দাড়াবার। ভোটের বা কৌশলী রাজনীতিবিদ হওয়ার চেয়ে মানুষের পাশে গিয়ে দাড়ান। সময় হলে তারাই আপনাকে মূল্যায়ন করবে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দদের বলেন, এই খাদ্য সামগ্রী আপনাদের হাতে দেয়ার মানে হচ্ছে প্রকৃত অসহায় কর্মহীন কর্মীদের খবর আপনারা আমাদের চেয়ে ভাল জানেন। তাদের কাছে এই খাদ্য সামগ্রী পৌছে দেয়া আপনাদের ঈমানী দায়িত্ব সেটা আপনারা সঠিক ভাবে পালন করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ সিব্বির আহমেদ, বন্দর থানা শ্রমিক দলের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক অজিৎ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক গৌরব সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।