দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সরকারী হিসেব মতে নারায়ণগঞ্জ জেলায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পযর্ন্ত মৃত্যু হয়েছে ৪২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৮৬৩ জন।
বুধবার (২৯ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত মোট ২ হাজার ৬শ ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮৪ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৬২৪, সদর উপজেলায় ১৪১৫, বন্দরে ১৬৬, আড়াইহাজারে ১৮৪, সোনারগাঁয়ে ১১৯, রূপগঞ্জে ৯৯ জনের।
জেলার বিভিন্ন স্থানের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ২৮ জন ও আক্রান্ত ৫৫১ জন, সদর উপজেলায় মারা গেছেন ১০ জন ও আক্রান্ত ২৫২, বন্দর উপজেলার ৫ টি ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ১৭ ও মারা গেছেন ১ জন, রূপগঞ্জে মারা গেছেন ১ জন ও ১৩ জন আক্রান্ত, সোনারগাঁয়ে আক্রান্ত ২৯ ও মারা গেছেন ২ জন, আড়াইহাজারে মারা গেছে ১ জন ও আক্রান্ত ২০।
এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩০ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৮ জন, সদর উপজেলার ৮ জন, রূপগঞ্জের ১ জন ও আড়াইহাজারের ৩ জন।