দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল)বাদ আছর চাষাড়া বালুর মাঠস্থ নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এ দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক তুলসী ঘোষ, সাংগঠনিক সম্পাদক একে পিন্ঠু, সৌরভ প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।