দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়নগঞ্জ সদর উপজেলার দেওভোগ আদর্শ নগর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বিওরা। বুধবার (১ এপ্রিল) সকল ১১ টার এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম শরিফ (৩০)। সে আদর্শনগর এলাকার স্থায়ী বাসিন্দা আলাল মাদবরের ছেলে। নিহতের স্বজনরা জানান, শরীফের সাথে এলাকা কিছু লোকদের পূর্ব শক্রতা ছিল। সে সূএ ধরেই শরীফকে হত্যা করা হয়েছে।
এবিষয়ে শরীফের খালাতো ভাই মেহেদী হাসান জানান, এলাকার শাকিল, লালন নামে দুইজনের সাথে শরীফের আগে থেকেই বিবাদ ছিল। পরে এলাকার স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা তাদের সাথে শরীফের মিটমাট করে দিয়েছিল। তারপরও ওরা প্রায় সময় শরীফের সাথে অকারনে ঝামেলা করতো। তিনদিন আগে ও শাকিল ও আলাল শরীফের ইলেট্রনিক্স দোকানে এসে ঝামেলা করেছিল।
এবিয়য়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম জানান, আদর্শ নগর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে হাজির হই। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের দাবী পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়াধীন চলছে।